UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আনা হয়েছে আহত বিউটিকে

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সড়ক দুর্ঘটনায় আহত গায়িকা বিউটি খানকে অ্যাম্বুলেন্স করে ঢাকা আনা হয়েছে। গত ১৪ মার্চ রোববার রাতে ঢাকা এসেছে তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি। ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিউটিকে। তার স্বামী রাজীব খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিউটির ডান পা, ডান হাত ও বাম কাঁধে ফ্র্যাকচার হয়েছে। মুখে আঘাত লেগেছে, উপরের ঠোঁট কেটে গেছে। বিউটির ৪ টি দাঁত ভেঙে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, বিউটির হাত-পা আর কাঁধে দ্রুত অপারেশন করতে হবে।
২০১৩ সালে রাজীবকে বিয়ে করেছিল বিউটি। স্বামীকে নিয়ে টঙ্গীর চেরাগ আলী এলাকায় থাকেন তিনি। একটি শোতে অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন তারা।
১৩ মার্চ শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাইয়ে বিউটিদের বহন করা মাইক্রোবাসটিকে ধাক্কায় দেয় ঢাকামুখী একটি লরি। লরির ধাক্কায় দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ যন্ত্রশিল্পী হানিফ ও পার্থ গুহ। গুরুতর আহত হয়েছেন গায়িকা বিউটি।

 

(ঊষার আলো-এম.এইচ)