UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটের প্রশংসাপত্র পেয়েছেন ঋতাভরী

ঊষার আলো
জুন ৯, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : রূপে ও গুণে দুটিতেই অনন্য ঋতাভরী চক্রবর্তী। একদিকে যেমন ক্যারিয়ার সামলাচ্ছে, অন্যদিকে পড়াশোনাও ঠিক মতো চালিয়ে গিয়েছে এই অভিনেত্রী।
টালিউডের এই অভিনেত্রী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করছিলেন তা কারও অজানা নয়। করোনাকালে হাসপাতালের বিছানায় বসেই অনলাইন ক্লাস করতে দেখা গিয়েছিলো তাকে। অবশেষে গ্র্যাজুয়েটের প্রশংসাপত্র পেয়েছেন তিনি।
৮ জুন মঙ্গলবার ভোরে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে তার সমাবর্তন অনুষ্ঠান। যেখানে ‘গ্র্যাজুয়েশন রোব’ পরে যোগ দিয়েছেন তিনি।
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত ঋতাভরীর মা শতরূপা স্যানাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছে, ‘আজ ঋতাভরী ইউসিএলএ (ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া) থেকে গ্রাজুয়েট হয়েছে। ২ সার্জারি, লকডাউনের মানসিক চাপ, সব কিছুকে মোকাবিলা করেই একটানা ক্লাস করতো ভোর থেকে! পুরো অনুষ্ঠানটি ছিলো অনলাইন। আমি উপস্থিত থেকে দেখলাম!! মেয়ে এই বছরের সেরার পুরস্কার জিতলো, তারও গৌরবের সাক্ষী রইলাম!!’
ঋতাভরী নিজেও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ভার্চুয়াল সমাবর্তন অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে।
ঋতাভরীর এই অর্জনে আনন্দিত তার ভক্তরা। সবাই তাকে শুভকামনা জানাচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)