UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো মেয়ের সাথে পর্দায় অমৃতা সিং

ঊষার আলো
জুন ৯, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন সারা আলী খান ও তার মা অমৃতা সিং। একটি বিজ্ঞাপণে একসাথে কাজ করেছেন মা ও মেয়ে। ব্যাপক জনপ্রিয়তা থাকার ফলে বেশ কিছু পণ্যের মডেল সারা। এবার একটি বিজ্ঞাপণে সারার সাথে দেখা যাবে তার মা ও এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিংকেও।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সারা। তাতে দেখা যায়, সারার মাথা ম্যাসাজ করে দিচ্ছেন অমৃতা। কোনও এক হেয়ার কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাবে তাদেরকে।

ভারতের বিনোদননির্ভর ওয়েবসাইট জানায়, মা ও মেয়েকে একইসাথে বিজ্ঞাপণের প্রচারণায় দেখা যাবে। এর মাধ্যমে ৩০ বছর পর মেয়ের হাত ধরে কোনও পণ্যের প্রচারণায় নামছেন অমৃতা। যদিও মাঝে মধ্যে ছবিতে দেখা যায় তাকে তবে বহু বছর কোনও পণ্যের প্রচারণা করেননি অমৃতা।

(ঊষার আলো-এফএসপি)