UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ঘুমিয়ে থাকা বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আটক

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রংপুরের মিঠাপুকুরে ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে জীবন কুজুরকে (৩৮) আটক করেছে পুলিশ।
১৪ জুন সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরে তার দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
পীরগঞ্জ-মিঠাপুকুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেছেন, গত ১১ জুন শুক্রবার দুপুরে ঘুমন্ত বাবা মোংলা কুজুরকে (৬০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে জীবন কুজুর। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে জীবন কুজুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের পর থেকে জীবন কুজুর পলাতক ছিল।

(ঊষার আলো- এম.এইচ)