UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু

usharalodesk
জুন ১৯, ২০২১ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিল। অন্য ৭ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ১৮ জুন শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে।
রামেক হাসপাতালের পরিচালক বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৫ জন রয়েছে। এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে (১ জুন থেকে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ১৯৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫। বাকিরা মারা গেছে উপসর্গ নিয়ে। তাদের নমুনা পরীক্ষার পর ২-১ টা ছাড়া সবারই করোনা পজিটিভ এসেছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৫ জন ও পাবনার ১ জন রয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন।
শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের ৩০৯টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে ৩৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ২১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭, নাটোরের ২৫, নওগাঁর ২৪, পাবনার ৬ ও কুষ্টিয়ার ৪ জন রয়েছে।
রামেক ল্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ল্যাবে ৫৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৯২ জনের। রাজশাহী ছাড়াও নওগাঁর ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এ ছাড়াও বিদেশগামী ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের পজিটিভ আসে।

(ঊষার আলো- এম.এইচ)