UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেবেন মিমি

ঊষার আলো
মার্চ ১৭, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় নেমেছে যাদবপুরের তৃণমূল সাংসদ ও চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। গত ১৬ মার্চ মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে রোড শোতে অংশ নিয়েছে মিমি। এ সময়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মিমি বলেছে, ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরো বলেছেন, যারা কাজ করেছে, তারা এবারও নির্বাচনে জিতবে। যারা দল ছেড়েছে তারা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছে।
মমতা ব্যানার্জীকে যারা কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেছে মিমি। তিনি স্পষ্ট করে বলেন, এই প্রতিশোধের অর্থ দাঙ্গা নয়, ‘প্রতিশোধ’ অর্থে আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন মিমি।
বিজেপিকে কটাক্ষ করে মিমি বলেছে, মানুষের জন্য কাজ না করে নির্বাচনে জেতা যায় না। যারা তৃণমূল ছেড়েছে তাদের উদ্দেশে অল দ্য বেস্ট।

(ঊষার আলো- এম.এইচ)