UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

ঊষার আলো
জুলাই ৫, ২০২১ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ জুলাই সোমবার বেলা পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো হয়েছে। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ২০টি কার্টনে ৩শ’ কেজি আম পাঠানো হয়েছে।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ সমযে় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান, কাস্টম সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী। ভারতের পক্ষে আম গ্রহণ করেছেন আগরতলার সহকারী হাইকমিশনার মো. জোবায়ের হোসেন, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, আগরতলা হাইকমিশনের সচিব মো. আসাদুজ্জামান, বন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী।
আমগুলো আগরতলা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।

(ঊষার আলো- এম.এইচ)