ঊষার আলো ডেস্ক : গান এবং অসাধারণ আবহসঙ্গীতের জন্য বেশ জনপ্রিয় হয়েছিল ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’। ছবিটিকে বাণিজ্যিকভাবে ব্লকবাস্টার হিটও ঘোষণা করা হয়। ‘কেজিএফ চ্যাপটার টু’ নিয়েও ভক্তদের উন্মাদনার কোনও শেষ নেই। তাদের সকলের প্রত্যাশা ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’কেও ছাড়িয়ে যাবে ‘কেজিএফ চ্যাপটার টু’।
এরইমধ্যে টি-সিরিজ ও লাহাড়ি মিউজিকের কাছে ৭.২ কোটি রুপিতে বিক্রয় করা হচ্ছে ‘কেজিএফ টু’র অডিও সত্ত্ব। যা ভেঙে দিচ্ছে আলোচিত ছবি ‘বাহুবলী’র রেকর্ডও।
‘কেজিএফ চ্যাপটার ওয়ান’ এবং ‘টু’ দুই ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় তারকা যশ। ‘কেজিএফ চ্যাপটার টু’তে সাথে আরও দেখা যাবে বলিউড তারকা সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন ও শ্রীনিধি শেঠিসহ প্রকাশ রাজকেও। ছবিটি ১৬ জুলাই মুক্তির কথা ছিল। তবে মহামারী করোনাভাইরাসের ফরে মুক্তি পিছিয়েছে। এখন বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
(ঊষার আলো-এফএসপি)