UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

usharalodesk
জুলাই ৭, ২০২১ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকাসহ দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে আজ ৭ জুলাই বুধবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে এই ভূমিকম্পের অনুভূতী হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল হয়েছে ভারতের আসামের লক্ষ্মীপুর নামে একটি জায়গা থেকে। ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে এটির অবস্থান।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছেন, এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভারতের লক্ষ্মীপুরের ৭ কিলোমিটার দক্ষিণে ছিল অবস্থান। সময় ৯ টা ১৫ মিনিট।
কম মাত্রায় হওয়ায় ঢাকার অনেকে না বুঝতে পারলেও কয়েকজন বাসিন্দা নিশ্চিত করেছে যে ঢাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
এদিকে একই সময় ভূমিকম্পে কেঁপে ওঠেছে কুড়িগ্রাম জেলা। এসময়ে আতঙ্কে মানুষ ঘর থেকে বের হয়ে আসেন। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

(ঊষার আলো- এম.এইচ)