UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের আগে ব্যাংকের সকল শাখা খোলা থাকবে দুই দিন

usharalodesk
জুলাই ১৬, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঈদের আগে দুই দিন ব্যাংকের সব শাখা খোলা থাকবে। ওই সময় বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবে গ্রাহকরা । তবে শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত দুই দিন ব্যাংক খোলা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছেন।

শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হিসেবে ব্যাংক বন্ধ থাকবে। তবে ঈদের আগে ২ দিন অর্থাৎ ১৮ এবং ১৯ জুলাই সব পর্যায়ের গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবে। ওই ২ দিন লেনদেন সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা আছে, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালনপূর্বক ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। তবে, লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৬টা পর্যন্ত। শুধুমাত্র শিল্পাঞ্চলে বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে অতিরিক্ত দুই দিন অর্থাৎ শনিবার (১৭ জুলাই) ও সোমবার (২০ জুলাই) ব্যাংকের শাখা খোলা থাকবে। শিল্পাঞ্চলে ব্যাংকের শাখাগুলোতে সকাল ১০ টাকা থেকে দুপুর ২ টা পর্যন্ত লেনদেন চলবে।

(ঊষার আলো-আরএম)