UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিন্ন এক গল্প নিয়ে নাটক ‘আইডেনটিটি ক্রাইসিস’

usharalodesk
জুলাই ২৭, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সমাজের অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে আইডেনটিটি ক্রাইসিসে ভোগে থাকেন। সমাজে এখনো এমন অনেক পেশা রয়েছে যা সামাজিকভাবে স্বীকৃত না।

এই ভাবনার গল্প নিয়ে গোলাম রাব্বানী লিখেছেন নতুন এক নাটক ‘আইডেনটিটি ক্রাইসিস’।

নাটকটি পরিচালনা করেন বর্ণ নাথ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নয়ন বাবু, আয়শা মুক্তি, মুকিত জাকারিয়া ও ওয়ালিউল হক রুমি প্রমুখ।

সম্প্রতি ঢাকার মতিঝিল, উত্তরা, খিলগাও এবং বাংলামোটরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়।

‘আইডেনটিটি ক্রাইসিস’ আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

(ঊষার আলো-এফএসপি)