UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিবির হাতে নির্মাতা চয়নিকা আটক

ঊষার আলো
আগস্ট ৬, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় চয়নিকাকে আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান জানান, চয়নিকা চৌধুরী গ্রেফতার হয়েছে। পরে, বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, আটকের পর চয়নিকাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পরীমনি এবং তাকে মুখোমুখি করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে ।

চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর শেষ বেলায় নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেছিলেন তিনি।

(ঊষার আলো-আরএম)