UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ দিনের কোয়ারেন্টিনে পরীমনি, পরে থাকবে সাধারণ বন্দিদের সাথে

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দু’দফা রিমান্ড শেষে আদালতের নির্দেশে নায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেয়া হয়। কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে পরীমনিকে ১৪দিন রাখা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, পরীমনিকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারের রজনীগন্ধা ভবনে রাখা রাখা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু তিনি এখনো ডিভিশন পাননি, তাই তাকে কোয়ারেন্টাইন শেষে সাধারণ বন্দিদের সাথে রাখা হবে।

শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালত শুনানি শেষে ওই আদেশ দেন।এদিন ২য় দফার রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দীপুকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ঊষার আলো-আরএম)