UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে যা হচ্ছে, কাল তা আমার দেশেও হতে পারে: জয়া আহসান

usharalodesk
আগস্ট ১৮, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বছরজুড়ে ঢাকা আর কলকাতার সিনেমা নিয়ে এক ব্যস্ত সময় পার করেন জয়া আহসান। শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘বিনিসুতোয়’।

সিনেমাটি মুক্তির প্রসঙ্গসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে কলকাতার একটি সংবাদমাধ্যমে কথা বলেন জয়া। সেখানে আফগানিস্তানে তালেবান বাহিনীর ক্ষমতা দখলের মতো বিষয়ও উঠে আসে।

তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর আফগান নারী চলচ্চিত্র নির্মাতা সাহারা কারিমি বিশ্ববাসীর কাছে এক খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তালেবানের বিরুদ্ধে বিশ্ববাসীকে সরব হওয়ার আকুতি জানান তিনি। বিষয়টি নিয়ে কথা উঠলে জয়া আহসান নির্মাতা সাহারা কারিমির সাথে একমত পোষণ করেছেন।

জয়া আহসান জানান, ‘সারাহ কারিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকেই তাতে সায় দিচ্ছি, তার সাথে আছি। দূর থেকে কতটা কী করতে পারবো জানি না তবে আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করবো।’

এই অভিনেত্রী জানান, ‘ওখানকার (আফগানিস্তান) যত ছবি দেখছি আমার ভেতরটা যেন দুমড়েমুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ে মেয়েদের দিকে ওঠে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকেই।’

তিনি আরও জানান, ‘যে সব ছবি দেখছি শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক কিংবা বহির্বিশ্বের যে কোনো দেশেই মেয়েদের ওপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে তা ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে কাল তা আমার দেশে অথবা কলকাতায়ও হতে পারে।’

(ঊষার আলো-এফএসপি)