ঊষার আলো ডেস্ক : প্রাণনাশের হুমকি পেয়ে গুলশান থানায় অভিনেতা ওমর সানি একটি জিডি করেছেন। চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এই অভিনেতা।
কী কারণে প্রাণনাশের হুমকি সে বিষয়ে সানি জানান, ক্লাবের নাস্তায় দেওয়া ডিমের দাম চায় বিক্রেতা। তবে দাম না দিয়ে ছোট্ট ছেলেটার উপর চড়াও হন ইকবাল। আমি পরিস্থিতি শান্ত করতে গেলে আমার ওপরই ক্ষেপে যান তিনি। উত্তেজিত হয়ে নোংরা গালি দেন ইকবাল। আমার মৃত মাকে নিয়ে নোংড়া গালিগালাজ করতে থাকেন তিনি। আমাকে সাথে প্রাণনাশের হুমকি-ধমকি দেয়।
নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক আরও জানান, ঘটনার সময় আমি তাকে কাউন্টারে কিছু বলি নাই। সে সময় ক্লাবে থাকা সবাই উপস্থিত ছিলেন। ইকবাল কাঁটাচামচ নিয়ে ক্ষিপ্ত হয়ে ৩বার আমাকে আঘাত করার চেষ্টা করেছেন। সবাই মিলে তাকে ফিরিয়েছে, নাহলে কালই আমি মার্ডার হয়ে যেতে পারতাম।
‘এখনও আমি শঙ্কিত। যে কোনও মুহূর্তে সে আমার ক্ষতি করে দিতে পারে। এ জন্য বাধ্য হয়েই আমি রাতে জিডি করেছি।’
শিগগিরই প্রযোজক ইকবালের গ্রেপ্তার দাবি করেছেন ওমর সানি।
কিন্তু ইকবালের দাবি যে, তার নামে মিথ্যা এক অভিযোগ এনে জিডি করেছেন সানি।
(ঊষার আলো-এফএসপি)