UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিজার্ভে ছাড়িয়েছে ৪৮.৪ বিলিয়ন ডলার

usharalodesk
আগস্ট ২৫, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ভর করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হয়েছে নতুন রেকর্ড। মঙ্গলবার (২৪ আগস্ট) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৪ বিলিয়ন ডলার। এ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটিই সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের কাজী ছাইদুর রহমান জানান, দেশে বৈদেশিক মুদ্রার যে রির্জাভ আছে, তা দিয়ে আগামী ১০ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। এর আগে, চলতি বছরের ২৯ জুন বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ ৪৬ বিলিয়ন অতিক্রম করে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সাথে রপ্তানি আয় বেড়েছে। এ কারণে রির্জাভের পরিমাণ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম হয়েছে।

করোনাভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্যের নিম্নগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রির্জাভ বাড়াতে সাহায্য করেছে। দেশে উন্নয়নশীল অংশীদারদের বিনিয়োগও আসা শুরু করেছে বলে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

(ঊষার আলো-আরএম)