UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের পোস্টে ওমর সানীর মন্তব্য, পরে তোপের মুখে শাকিব ভক্তদের

ঊষার আলো
আগস্ট ২৯, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের পোস্টে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আরেক চিত্রনায়ক ওমর সানী। গতকাল শাকিব খান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে মার্কিন লেখক জিগ জিগলারের একটি উক্তি ইংরেজি ভাষায় লিখেন। আর সেই পোস্টে ওমর সানী লিখেন, ‘লেখা তো তোর না, কে লিখে দিয়েছে, ভাই ভালো থাকিস।’

ওমর সানীর এমন মন্তব্যে শাকিব ভক্তদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তবে ওমর সানীর দাবি-মন্তব‌্যটি মজা করেই লিখেছেন তিনি। পাশাপাশি তিনি দুঃখও প্রকাশ করেন। সানী বলেন, ‘আসলে ও তো আমার ছোট ভাই। ওর সাথে আমার যে সম্পর্ক, সে রেশ ধরেই কথাটা বলেছি। আমি ওকে অনেক পছন্দ করি, শাকিব আমার ছোট ভাই… ফান করেই আমি এটা বলেছি। তবে এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না!’

দুঃখ প্রকাশ করে সানী বলেন, ‘আমি বলেছি, এত সুন্দর লেখা তুই লিখেছিস বলে মনে হয় না। যাই হোক ভালো থাকিস। এটা নিয়ে যদিও আহত হয়ে থাকে, আমি সরি। তবে এটা নিয়ে হার্ট করে আমি কিছু বলিনি। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার মতো মানসিকতা আমার নেই।’

ওমর সানীর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন শাকিব ভক্তরা। বলা যায়, শাকিব ভক্তের তোপের মুখে পড়েন ওমর সানী। ওমর সানির এ মন্তব্যে ১ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। শাকিব খান ও ওমর সানীর মধ্যে বাস্তব জীবনে খুব ভালো সম্পর্ক। বিভিন্ন সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনেও একসারিতে দাঁড়িয়েছেন তারা দুজন।

(ঊষার আলো-এফএসপি)