UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মৌসুমীকে সভাপতি পদে দেখতে চান ওমর সানি

ঊষার আলো
অক্টোবর ১২, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরেই শেষ হতে চলেছে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী এর ৩ মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। কাজে জানুয়ারির মধ্যেই হবে নির্বাচন।

আর নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে তৎপরতা। অনেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই তালিকায় চিত্রনায়িকা মৌসুমীও আছেন বলে শোনা যাচ্ছে। তিনি চমক নিয়ে হাজির হবেন বলে গুঞ্জনও আছে। তবে বিষয়টি এখনও খোলাসা করেননি এই নায়িকা।

অন্যদিকে চিত্রনায়ক ওমর সানির চাওয়া মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হোক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মৌসুমী কি সিদ্ধান্ত নিয়েছে তা আমার জানা নেই, তারপরও আমার চাওয়া হলো- মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হোক। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার দারুণ গুণাবলি রয়েছে। সে নিজে সৎ এবং আপাদমস্তক চলচ্চিত্র অন্তঃপ্রাণ। সে সমিতির সভাপতির পদটি ডিজার্ভ করে।’

গত নির্বাচনে মিশা সওদাগরের বিপরীতে নির্বাচনে হারেন মৌসুমী। সেসময় থেকে মিশা সওদাগর-জায়েদ খানের সাথে তার সম্পর্কের অবনতি হয়। কিন্তু তাদের সম্পর্কের বরফ গলেছে। ‘সোনার চর’ সিনেমায় ওমর সানি, মৌসুমীর সাথে অভিনয় করছেন জায়েদ খান।

(ঊষার আলো-এফএসপি)