UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা মামলার আসামি আটক

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সোহেল চৌধুরীসহ কয়েকটি হত্যা মামলার আসামি কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) বিকেলে ঢাকার হাজারীবাগ থানার পূর্ব রায়েরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এ বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) মেঘনা থানা পুলিশ ও কুমিল্লা ডিবির তত্ত্বাবধানে তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, আমাদের কাছে তথ্য ছিল ২টি মামলায় ওই চেয়ারম্যান উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে রয়েছেন। কিন্তু বাদীপক্ষ ওই জামিন বাতিলের জন্য আপিল করেন। তাই চেয়ারম্যানের অস্ত্র মামলার আগাম জামিন আপিল বিভাগ স্থগিত করেছেন বলে আমরা জেনেছি। তারপর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গত ২দিন আমরা তাকে গোয়েন্দা নজরদারিতে রাখি।

বুধবার নিশ্চিত হই যে, অস্ত্র মামলায় তাকে উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনটি স্থগিত করা হয়েছে। অভিযান চালিয়ে তাকে বুধবার বিকেলে ঢাকার হাজারীবাগ থানার পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আটক করা হয়। চেয়ারম্যান ফারুক আব্বাসী ভাওরখোলা গ্রামে নাজমা বেগম (৫০) নামে নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি। এ ছাড়াও ১৯ ফেব্রুয়ারি ওই হত্যাকাণ্ডের দিন তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় তাকে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের করে পুলিশ। বুধবার অস্ত্র মামলায় কুমিল্লা জেলা ও মেঘনা থানা পুলিশের সদস্যরা ঢাকা থেকে তাকে আটক করেন।

গত ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে আব্বাসীর সাথে বিরোধ চলছিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের। সেই জেরে ১৯ ফেব্রুয়ারি ভাওরখোলা গ্রামে আব্বাসীর নেতৃত্বে একদল সন্ত্রাসী সিরাজ এবং তার ভাই আবদুস সালামের ঘরে হামলা চালিয়ে ৬ জনকে কুপিয়ে আহত করে। এর মধ্যে মারা গেছে সালামের স্ত্রী নাজমা বেগম। পরদিন ফারুক আব্বাসীকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের দেবর সিরাজুল ইসলাম।

এ ছাড়াও আব্বাসীর বিরুদ্ধে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডস্থ আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে নায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, শীর্ষ সন্ত্রাসী ফারুক আব্বাসীর বিরুদ্ধে মেঘনা থানায় ২টি হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। তাকে কুমিল্লা ডিবি পুলিশ অন মেঘনা থানার পুলিশ যৌথ অভিযানে তাকে ঢাকা থেকে আটক করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)