UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার করোনায় আক্রান্ত ভূমি ও ভিকি

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : একের পর এক বলিউড তারকারা করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। আলিয়া ভাট, রনবীর কাপুর, অক্ষয় কুমারের পর এবার আক্রান্ত হলেন বলিউড তারকা ভূমি পেড়েনকার এবং ভিকি কৌশল। সোমবার কয়েক মিনিট আগে ও পরে এ দুই তারকা ইনস্টাগ্রামে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। ভূমি এবং ভিকি শশাঙ্ক খৈতানের ‘মিস্টার লেলে’ ছবিতে একসাথে কাজ করছিলেন।

ভূমি ইনস্টাগ্রামে জানান, করোনার উপসর্গ আছে তার। কিন্তু সুস্থ আছেন তিনি। ভূমি তার সংস্পর্শে আশা সকলকে টেস্ট করার জন্য অনুরোধ করেছেন।

ইনস্টাগ্রামে ভিকি জানান, বেশ সতর্ক থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত তিনি করোনায় আক্রন্ত হয়েছেন। তিনি এখন চিকিৎসকের সকল পরামর্শ মেনে কোয়ারেন্টিনে আছেন।

ভারতের করোনার দ্বিতীয় ঢেউ একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। একদিনে ভারতে ১ লাক্ষের বেশি করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)