ঊষার আলো বিনোদন ডেস্ক : টলিপাড়ার আলোচিত জুটি। যশ-নুসরাত। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও এ জুটিকে নিয়ে বেশ আলোচনা উঠে। নির্বাচনের মাঠেও আলোচনার কেন্দ্র বিন্দুতে যশ-নুসরাত। ২ জন ২ দলের হলেও তাদের বন্ধুত্ব সেই আগের জায়গায় রয়েছে।
এবার নির্বাচনের বিরোধিতা ভুলে ডিনার ডেটে অংশ নিয়েছেন বিজেপির যশ দাশগুপ্ত এবং তৃণমূলের নুসরাত জাহান। ৪ এপ্রিল রোববার রাতে ২ জনের ইনস্টাগ্রামে দেখা যায় সেই ছবি। একই ছবি শেয়ার করেছে তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে।
ছবি শেয়ার করে নুসরাত লিখেছে, ‘টেবিলে আমার ফেবারিট খাবার। আর সঙ্গে ফেবারিট যশ দাশগুপ্ত।’ সে পোস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছে যশ। লিখেছে, ‘তোমার তৃপ্তি আমি খুবই গুরুত্ব দিয়ে দেখছি।
ভোটের আগে নুসরাতের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। তার জন্য যশ দাশগুপ্তকে দায়ী করেছে টলিউডের একাংশ। যদিও বিবাহচ্ছেদ নিয়ে স্পষ্ট কিছুই বলেননি নুসরাত।
এদিকে নিজের দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের মাঠে সরব নুসরাত। ০১ এপ্রিল বৃহস্পতিবার সারাদিন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জীর হয়ে ভোট প্রচার করেছে তিনি। প্রচার শেষে রাস্তার পাশে গাড়ি থামিয়ে সবজি কিনতে দেখা যায় এ সাংসদকে।
অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন যশ দাশগুপ্ত। চন্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়ছে যশ। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি।
(ঊষার আলো- এম.এইচ)