UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে সব শুটিং ও সিনেমা হল

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার।প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে সরকার।
এদিকে লকডাউনে নাটক ও সিনেমার শুটিং বন্ধ রাখা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর (টেলিপ্যাব) সভাপতি ইরেশ যাকের।
অন্যদিকে সোহানুর রহমান সোহান বলেন, ‘সর্বাত্মক বলতে তো সব কিছুই বন্ধ বোঝায়। যদি সেটা হয়, তাহলে আমরা একাত্মতা প্রকাশ করি। লকডাউন উঠে যাওয়ার পর আবারও পরিচালকরা শুটিংয়ে ফিরতে পারবেন। তবে বিষয়টি নিয়ে আগামী ১৩ এপ্রিল ভার্চুয়াল মিটিং হবে আমাদের। সেখানেই সব কিছু স্পষ্ট করে জানানো হবে।’
এর আগে গত বছরের মার্চে লকডাউনের সময় একই ব্যবস্থা নিয়েছিল সংশ্লিষ্ট সমিতিগুলো। এবারও প্রজ্ঞাপন জারির পর পরিস্থিতি সেদিকেই যাবে বলে ধারনা করছে চলচ্চিত্র ও নাটকের সংগঠনগুলোর কর্তারা। প্রতিটি সংগঠন মূলত অপেক্ষায় আছে সরকারের ‘কঠোর’ লকডাউন নির্দেশনার দিকে।
খবর মিলেছে, সরকার বা সমিতির বিধিনিষেধের আগেই দেশের বেশির ভাগ তারকা এরমধ্যে ফিরেছে নিজ নিজ বাসায়। স্থগিত করেছে পূর্ব নির্ধারিত শুটিং সিডিউল। যার মধ্যে আছেন শাকিব খান, পরীমনি, অপূর্ব, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)