UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় করোনার ভ্যাকসিন নিয়েছেন পাঁচ হাজার চারশ’ ৯৩ জন

usharalodesk
এপ্রিল ১৩, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনায় মঙ্গলবার (১৩ এপ্রিল) মোট পাঁচ হাজার চারশ’ ৯৩ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ছয়শ’ ২১ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার আটশ’ ৭২ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিনশ’ ২৬ জন, বটিয়াঘাটায় দুইশ’ ৮৪জন, দিঘলিয়া দুইশ’ ৫৬ জন, ডুমুরিয়া ছয়শ’ ৪৪ জন, ফুলতলা দুইশ’ ৭৮ জন, কয়রা দুইশ’ ৮১ জন, পাইকগাছায় চারশ’ ১০ জন, রূপসা দুইশ’ ৩৬ জন এবং তেরখাদায় একশ’ ৫৭ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ তিন হাজার সাতশ’ ৪১ এবং মহিলা এক হাজার সাতশ’ ৫২জন।
এ পর্যন্ত জেলায় মোট ১৮ হাজার নয়শ’ ৬৭ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার তিনশ’ ৭৩ এবং মহিলা পাঁচ হাজার পাঁচশ’ ৯৪ জন।
আজ প্রথম ডোজে মোট আটশ’ ৯৯ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় তিনশ’ ৩৮ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচশ’ ৬১ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ পাঁচশ’ ২৫ এবং মহিলা তিনশ’ ৭৪ জন। এ পর্যন্ত মোট এক লাখ ৭০ হাজার আটশ’ ৯৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ এক হাজার তিনশ’ ১৯ এবং মহিলা ৬৯ হাজার পাঁচশ’ ৭৪ জন।

(ঊষার আলো-এমএনএস)