UsharAlo logo
শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঊষার আলো
মে ১৬, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল রোববার (১৫ মে) হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধের পর আজ সোমবার বেলা ১১টা থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল রোববার ভারত থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও যাত্রী পারাপার স্বাভাবিক আছে।’

ঊষার আলো-এসএ