UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিস্টার বিনের নতুন কমেডি শোর ট্রেলার প্রকাশ্যে

pial
মে ২৮, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অগ্নিসংযোগ, শিল্পকর্ম নষ্ট করা বা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোরসহ ১৪টি অভিযোগ আনা হয়েছে আসামির বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে কিছু বলার আছে কী না জানতে চাইলে আসামি সব অপরাধের জন্য দায়ী করেন একটি মোমাছিকে। তার কারণ সেই মোমাছিকে জব্দ করতে গিয়ে নিজেই নাজেহাল তিনি। তার ফলেই ঘটে এসব দুর্ঘটনা।

ঠিক এমনই মজার কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে কমেডি সিরিজ ‘ম্যান ভার্সাস বি’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘মিস্টার বিন’ খ্যাত রোয়ান অ্যাটকিনসন। ২৬ মে সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে।

নব্বইয়ের দশকের জনপ্রিয় শো ‘মিস্টার বিন’ এর মাধ্যমে দুনিয়াজোড়া খ্যাতি পান রোয়ান অ্যাটকিনসন। আর মানুষ ও মৌমাছির লড়াই নিয়ে তার নতুন শো ‘ম্যান ভার্সাস বি’। এ লড়াইয়ে কে জিতবে তা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে ২৪ জুন পর্যন্ত। তেলেগু ছবি ‌‌‘ইগা’ থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজটি নির্মাণ করা হয়েছে বলে জানা যায়।

(ঊষার আলো-এফএসপি)