ঊষার আলো রিপোর্ট : অ্যাকশন স্টান্টের জন্য জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। এমনকি হলিউড সিনেমাতেও অভিনয় করেন তিনি। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের এক জন জ্যাকি চ্যান ।
ফোর্বসের জরিপ অনুযায়ী, ২০১৯ সালের জুন মাস থেকে ২০২০ সালের জুন পর্যন্ত সময়ে তার আয় ৪০ মিলিয়ন মার্কিন ডলার। এখন তার মোট সম্পত্তির পরিমাণ ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার।
জ্যাকি চ্যান ১৯৮২ সালে জোয়ান লিনকে বিয়ে করেন। তাদের ১ মাত্র সন্তান হলেন জ্যাসি। কিন্তু এত সম্পত্তির মালিক হওয়ার পরও ১ মাত্র ছেলেকে তা দিতে রাজি নন জ্যাকি। বরং তিনি তার সম্পত্তি দাতব্য সংস্থাকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন । এক সাক্ষাৎকারে জ্যাকি চ্যান বলেন, কারন সে যদি সমর্থ হয় তাহলে নিজেই আয় করবে। যদি না হয় তাহলে শুধু আমার টাকা নষ্ট করবে।’ জ্যাসি পেশায় অভিনেতা ও সংগীতশিল্পী। জ্যাকি চ্যান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘ভ্যানগার্ড’। এটি গত বছর মুক্তি পেয়েছে ।
(ঊষার আলো-আরএম)