UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস নিচের দিকে: রাসেল ডমিঙ্গো

pial
জুন ১৯, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস নিচের দিকে বললেন প্রধান কোচ ডমিঙ্গো। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানেই অলআউট বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ৪৯ রানে নিজেদের তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে আর দরকার ৩৫ রান।

প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়ায় হারের ভিত তৈরী হয়। আর দ্বিতীয় ইনিংসে তার মাশুল গুনতে হয়েছে। মাত্র ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের সপ্তম উইকেটে ১২৩ রানের জুটি মান বাঁচায়।

দুই ইনিংসেই এমন দৈন্যদশা নিয়ে ডমিঙ্গো বলেন, ‘এটা ভালো নয়, দুই ইনিংসেই অনেক বেশি সফট ডিসমিসাল ও ব্যাটিংয়ে অনেক বাজে সিদ্ধান্ত। প্রথম ইনিংসে মাত্র ১০৩ রান, আমাদের আরও বেশি রান হওয়া দরকার ছিল। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রান কম। এ টেস্ট ম্যাচে অনেক বেশি সফট ডিসমিসাল হয়েছে।’

ব্যাটারদের মানসিকতা নিয়ে প্রধান কোচ বলেন, ‘এ মুহূর্তে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস নিচের দিকে। মুমিনুল ও শান্তর মতো বড় খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিচে। ক্রিকেটে আত্মবিশ্বাস বড় ব্যাপার ও এই মুহূর্তে সে আত্মবিশ্বাসরা তারা তাদের ব্যাটিংয়ে পাচ্ছে না।’

(ঊষার আলো-এফএসপি)