UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার কোভিড-১৯ পজিটিভ সোনু সুদ

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা (কোভিড-১৯) টেস্টে পজিটিভ হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

সম্প্রতিকালে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাও নিয়েছেন তিনি। আজ শনিবার কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সোনু।

সোনু লিখেছেন, কোভিড পজিটিভ সাথে মন-মানসিকতা এবং উদ্যমও সুপার পজিটিভ। সকলের অবগতির জন্য জানাচ্ছি আজ সকালে আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সতর্কতাস্বরূপ কোয়ারেন্টাইনে আছি ও সকল নিয়ম মেনে চলছি। কিন্তু চিন্তা করবেন না। এর ফলে আপনাদের সমস্যা সমাধান করার আরও সময় পাচ্ছি। আমি সব সময় আপনাদের সঙ্গে আছি।’

প্রসঙ্গত, গত বছর করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন শুরু হলে খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়ান সোনু। ভারতের বিভিন্ন অঞ্চল হতে আসা শ্রমিক, যারা লকডাউনের করণে মুম্বাইয়ে আটকা পড়েছিলেন তাদেরকে বাড়ি ফিরিয়েছেন। সাথে বিভিন্নভাবে মানুষের প্রয়োজন মিটিয়েছেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)