UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলের অভিযোগ নিয়ে যা বললেন ‌‘হাওয়া’র নির্মাতা

pial
জুলাই ৩১, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুক্তির আগেই ট্রেলার ও গান প্রকাশ করে সাড়া ফেলে ‘হাওয়া’ ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন। তবে ছবি মুক্তির পর উঠেছে নকলের অভিযোগ।

অনেকে বলছেন, কোরীয় ছবি ‘সি ফগ’র সাথে ‘হাওয়া’র মিল রয়েছে। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল কোরিয়ান ভাষার ছবি ‌‘সি ফগ’, এটি নির্মাণ করেছিলেন সাং বু শিম। ছবির কাহিনীতে দেখানো হয় যে, চীন থেকে কোরিয়াতে অবৈধ মানবপাচারের জন্য ভাড়া করা হয় মাছ ধরার নৌকা। কিন্তু প্রতিকূল আবহাওয়াসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ে সেই নৌকা। তবে ‘সি ফগ’ নকল করে ‘হাওয়া’ নির্মাণের অভিযোগ অস্বীকার করেন মেজবাউর রহমান সুমন।

‘হাওয়া’র নির্মাতা জানান, ‘যারা এ দাবি তুলেছেন মনে হয় তারা আমার সিনেমাটি দেখেননি। তাদেরকে বলব, আপনারা আগে আমার সিনেমাটি দেখে, মিলিয়ে তারপর এরকম দাবি তুলুন। আমি আগে থেকেই জোর গলায় বলে আসছি যে, এটা এ অঞ্চলের গল্প। এখনো বলব এটা আমাদের ছবি। যারা নকল বলছেন তাদের প্রতি আমার আহ্বান যে, তারা দুটি সিনেমা পাশাপাশি রেখে দেখুক।’

তিনি আরও বলেন, ‘ছবি দুটির শুটিং সাগরে হয়েছে বলে অনেকে হয়ত এমন ভাবছেন। তাদের এ ধারণা ভুল। সাগরে দৃশ্যধারণ করা হলেই তো আর সিনেমা এক হয়ে যায় না। পৃথিবীতে সমুদ্রের গল্পে নির্মিত অসংখ্য চলচ্চিত্র রয়েছে। আর যে সিনেমাটির কথা বলা হচ্ছে সেটা মানব পাচারের গল্পে নির্মিত হয়। আমার সিনেমার সাথে ওই ছবিটির কোনো মিলই নেই, এটা খুবই হাস্যকর।’

(ঊষার আলো-এফএসপি)