UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সালমানের প্রথম বিজ্ঞাপনের নায়িকা টাইগার শ্রফের মা!

ঊষার আলো
সেপ্টেম্বর ৬, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডে ৩৪ বছর কাটিয়ে দিয়েছেন সালমান খান। ১৯৮৮ সালের ২৬ আগস্ট ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ভাইজান।তবে গ্ল্যামার দুনিয়ায় কয়েক বছর আগেই মডেল হিসেবে যুক্ত হয়েছিলেন সালমান। কলেজে পড়ার সময়ে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন বলিউড ভাইজান।

১৯৮৩ সালে এক সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপনে করেছিলেন সালমান খান। আর সেই বিজ্ঞাপনে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আয়েশা শ্রফ। যিনি অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী ও এ সময়ের নায়ক টাইগার শ্রফের মা।  ওই বিজ্ঞাপনে সালমান ও আয়েশা ছাড়াও অভিনয় করেছিলেন সিরাজ মার্চেন্ট, সুনীল নিশ্চল, বণীশা ভ্যাজ এবং আরতি গুপ্তাও

বিজ্ঞাপনে কারো মুখেই কোনো সংলাপ নেই, স্ক্রিনে উপস্থিতিও খুব সামন্য। প্রমোদ তরীতে ভেসে চলেছেন তারা। হাতে ঠাণ্ডা পানীয়র বোতল নিয়েই চলছে নাচ-গান। আবার কখনও মেয়েরা সমুদ্রে ঝাঁপ দিচ্ছে। সমুদ্র সৈকতে ক্যাম্প করতেও দেখা গেছে তাদের। আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে বিজ্ঞাপনী জিঙ্গেল।পুরানো এই ভিডিও শেয়ার করে স্মৃতিতে ডুব দেন টাইগারের মা আয়েশা।

লেখেন, ‘যখন জীবনটা খুব সাধারণ এবং আনন্দে ভরপুর ছিল। শুনে খুশি হলাম এটা ফিরছে! খুঁজে দেখুন তো কে কোনজন?’আয়েশার পোস্ট করা ৩৯ বছর আগের এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। তারকারাও এই ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়ে দিচ্ছেন। অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর থেকে টাইগার শ্রফের প্রাক্তন প্রেমিকা দিশা পাটানি কমেন্ট বক্সে সালমানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

ঊষার আলো-এসএ