UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে টাইটানিকের নায়িকা কেট উইন্সলেট

koushikkln
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘টাইটানিক’খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেটকে। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি। তখন দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ডেইলি মিরর।

শুটিং টিমের একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার ডটকম এক প্রতিবেদনে জানায়, কেট ‘লি’ সিনেমার শুটিং করছিলেন, এসময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো রয়েছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল, সেই অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন কেট।

ক্রোয়েশিয়ার এক গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে এটি নির্মিত হচ্ছে। ঐতিহাসিক এ সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। আর এটি পরিচালনা করছেন এলেন কুরাস।

(ঊষার আলো-এফএসপি)