UsharAlo logo
মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ; নদীতে অবমুক্ত

pial
অক্টোবর ১৮, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে সংগৃহিত বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ পোনা ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান রোববার সকালে উপজেলার খড়িয়ায় অভিযান চালিয়ে প্রাকৃতিক উৎস থেকে সংগৃহিত বিপুল পরিমাণ চিংড়ি পোনা পরিবহন করার সময় জব্দ করেন।

এ ঘটনায় ৩ পোনা ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই রাকিব, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

(ঊষার আলো-এফএসপি)