UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শাশুড়ির প্রশংসায় যা বললেন কারিনা

pial
অক্টোবর ২০, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সম্প্রতিই ‘ইন্ডিয়ান আইডল’ ১৩তম সিজনের একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর। শোয়ের বিচারক হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি ও নেহা কাক্কারের পাশাপাশি তাকেও প্রতিযোগীদের পারফম্যান্স নিয়ে মন্তব্য করতে দেখা যায়। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণের সাথে খুনসুটি করতে পিছপা হন না অভিনেত্রী। মজার ছলে আদিত্যকে বলেন, ‘‘তুমি বাংলা কেন শিখছ না?’’

এ শোয়ে এসেছেন বলে শর্মিলাকে শুভেচ্ছাবার্তা জানান শর্মিলার পরিবারের সদস্যরা। আর সেই শুভেচ্ছাবার্তা ভিডিওর মাধ্যমে শোতে দেখানো হয়। সাইফ আলি খান-সহ সোহা ও সাবা— শর্মিলার তিন ছেলেমেয়েই তাকে অভিনন্দন জানালেন। সাইফ জানান, পরিবারের পাশাপাশি কীভাবে শর্মিলা সিদ্ধহস্তে নিজের ক্যারিয়ারও সামলেছেন। সিনেমা জগতে তার অসীম অবদান নিয়েও কথা বলেন সাইফ।

অভিনেত্রীর ছেলে মেয়েদের সাথে দেখা গেল শর্মিলা-পুত্রবধূ কারিনাকেও। কারিনা জানান যে, শর্মিলা তাদের পরিবারকে এক সুতায় বেঁধে রেখেছেন, পরিবারের ভিত তিনি। কারিনা শাশুড়ির প্রশংসায় একেবারে পঞ্চমুখ। শাশুড়ি ও বৌমার মধ্যে সম্পর্ক কত গভীর, তা এর আগে ধরা পড়েছে। বহু জায়গায় কারিনার প্রশংসা করতে দেখা যায় শর্মিলাকে।

এমনকি, কারিনা তার লেখা বই ‘প্রেগনেন্সি বাইবেল’-এ ববিতা ও সাইফের পাশাপাশি শর্মিলারও প্রশংসা করেছিলেন। কারিনা লিখেছেন, ‘শাশুড়ি আমাকে প্রথম এ অবস্থায় কাজ করার অনুপ্রেরণা জোগান। তিনি বলেছিলেন, যা করবে, আত্মবিশ্বাসের সাথে করবে।’

(ঊষার আলো-এফএসপি)