পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পানিতে ডুবে ২ বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ অক্টোবর) সকালে উপজেলার শাহপাড়া গ্রামে।
মৃত শিশু আবু হুমায়ারা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহপাড়া গ্রামের হানিফ গাজীর মেয়ে। মৃতের পরিবার সূত্রে জানাগেছে, রোববার সকালে সাড়ে ১০টার দিকে শিশু হুমায়ারা খেলার ছলে বসতবাড়ীর পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।
খোঁজা খুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
(ঊষার আলো-এফএসপি)