UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়ায় শিক্ষক দিবস- ২০২২ উদযাপন

pial
অক্টোবর ২৭, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া : শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাস থেকে এক র‍্যালী বের হয়ে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়।

র‍্যালী শেষে শিক্ষক সমাবেশে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুকী, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: নাসির উদ্দিন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজর সিনিয়র প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, ধানখালী মহিলা মাদ্রাসার সুপার মাও: ওসমান গনি, দৌলতপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: মোস্তাফিজুর রহমান, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, ইসমাইল তালুকদার ট্যাকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক সাঈদ আকন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক তায়েব আহমেদ সুমন।
এসময় বক্তারা সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার জোর দাবি জানান।

(ঊষার আলো-এফএসপি)