UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহেশ বাবুর বাবা মারা গেছেন

ঊষার আলো
নভেম্বর ১৫, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা মহেশ বাবুর বাবা মারা গেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৪টায় হায়দরাবাদের কনটিনেন্টাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কৃষ্ণা। তার বয়স হয়েছিলে ৭৯ বছর। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে অচেতন অবস্থায় হায়দরাবাদের কনটিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণাকে। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে নেওয়ার পর কৃষ্ণার ২০ মিনিট সিপিআর করানো হয়। তারপর তাকে আইসিইউ-তে নেওয়া হয়। মহেশ বাবু তার বাবার পাশেই ছিলেন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় গণমাধ্যমকে চিকিৎসকরা জানান, অভিনেতা কৃষ্ণার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। নিজেদের সেরাটা দিয়ে তার চিকিৎসা করছেন। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা গুরুত্বের সঙ্গে তাকে পর্যবেক্ষণ করছেন।

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেতা কৃষ্ণা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০০৯ সালে তাকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করা হয়।

ঊষার আলো-এসএ