পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দেলুটির কালিনগরে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে নালিশী সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত সুধাংশু বাওয়ালীর ছেলে তাপস বাওয়ালী সিএস ২২, এসএ ৪৭, বিআরএস ৫৩, খতিয়ানের এসএ ২৫, বিআরএস ৯২ দাগের ২৮ শতক সহ বিভিন্ন দাগে পৈত্রিক সূত্রে ১ একর ৫৫ শতক জমির মালিক।
ঠাকুরদাদা থেকে শুরু করে অদ্যবধি অত্র সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। নালিশী সম্পত্তির মধ্যে বিআরএস ৯২ দাগের ২৮ শতক জমিতে তাপস বাওয়ালী কাঁকড়া ও গলদা চাষের ঘের করেছে। একই এলাকার প্রতিপক্ষ মৃত্যুঞ্জয় বাওয়ালীর ছেলে কমলাক্ষ বাওয়ালী গংরা বিভিন্ন সময়ে নালিশী সম্পত্তি জবর দখলের হুমকি দিলে নালিশী সম্পত্তিতে নিষেধাজ্ঞা চেয়ে তাপস বাওয়ালী প্রতিপক্ষ কমলাক্ষ বাওয়ালী, কৃষ্ণপদ, শৈলেন্দ্র, মনোজ, অমিয় ও নিত্যানন্দ বাওয়ালীকে বিবাদী করে ৩১ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৪২১/২০২২ নং মামলা করে।
এ মামলায় দেলুটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন তাপস বাওয়ালীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেয়। অত্র মামলায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২১ নভেম্বর তদন্ত প্রতিবেদনের আলোকে উভয় পক্ষকে পারস্পরিক অপর পক্ষের দখলীয় সম্পত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন।
তাপস বাওয়ালী জানান, আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ কমলাক্ষ বাওয়ালী গংরা তাদের লোকজন নিয়ে আমার ভোগ দখলীয় কাঁকড়া ও গলদা চাষের ঘেরের নালিশী সম্পত্তি জবর দখলের চেষ্টা করে। বিষয়টি থানার ওসিকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী তাপস বাওয়ালী ও তার পরিবার। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
(ঊষার আলো-এফএসপি)