UsharAlo logo
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে সম্পূর্ণ জয়ার ‘বিউটি সার্কাস’

ঊষার আলো
এপ্রিল ২৪, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রায় তিন বছর আগে নির্মাণ কাজ শুরু হয়েছিল জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বিউটি সার্কাস’।

নির্মাণকাজের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে গত বছর করোনাকালের মধ্যেই এর কাজ সম্পন্ন হয়। এরপর থেকেই সিনেমাটির কারিগরি অংশের কাজ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার। এসব সম্পন্ন করে আগামী ঈদের পর এটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে বলে জানান মাহমুদ দিদার।

তিনি জনান, ‘ভালো কাজ করতে গেলে কিছুটা তো বিলম্ব হতেই পারে। সিনেমার কাজ শেষ হতে এ জন্যই দেরি হচ্ছিল। এছাড়াও আর্থিক সংকটের কারণেও কিছুদিন কাজ বন্ধ ছিল। তবে এখন সেসব সমস্যা কেটে গেছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর দ্রুতই ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা রয়েছে আমাদের।’

এ ছবির গল্প একজন সার্কাস শিল্পীর জীবনের সুখ-দুঃখ নিয়ে। সেই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। জয়া বলেন, ‘ছবির গল্পটি সুন্দর।

আমার এ ধরনের কাজ খুব পছন্দ। তবে কাজটি শেষ হতে সময় লেগেছে। এখন সাথে চলছে মহামারি। সব কিছু মিলিয়ে একটি ভালো সময় ছবিটি মুক্তি দিলে দর্শকনন্দিত হবে বলে আমার বিশ্বাস।’

ছবিতে আরো অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)