পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার অনুকূলে প্রায় দেড়’শ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় এবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করলেন পৌর কর্তৃপক্ষ। উল্লেখ্য সম্প্রতি পৌরসভার অনুকূলে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণ প্রকল্পের আওতায় প্রায় দেড়’শ কোটি টাকা বরাদ্দ হয়।
গত ২৬ ডিসেম্বর পরিকল্পনা মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র মধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়। পৌরসভা প্রতিষ্ঠার পর মেগা বরাদ্দ পাওয়ায় মহান আল্লাহ’র প্রতি শুকরিয়া প্রকাশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ এবং সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রোরবার সন্ধ্যায় পৌরসভা মাঠে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, কাউন্সিলর অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, মাওঃ রইসুল ইসলাম, আব্দুল কাদির ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন যশোরের মাওঃ আব্দুল গফফার।
(ঊষার আলো-এফএসপি)