UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অক্ষয়ের গোপন তথ্যফাঁস করলেন বন্ধু

ঊষার আলো
নভেম্বর ১০, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ৫৭ বছর বয়সেও প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম। তিন দশক ধরে অভিনয় করছেন তিনি। একেবারে প্রথম থেকেই অ্যাকশনধর্মী ছবির জন্যই তার পরিচিতি আছে। পাশাপাশি কমেডি ধারাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

অক্ষয়ের প্রধান পরিচয় তার ফিটনেসে। খাওয়াদাওয়া ও শরীরচর্চার বিষয়ে অক্ষয় ভীষণ খুঁতখুঁতে। তিনি না কি কোনো রাতের অনুষ্ঠানে যোগ দেন না। খাওয়াদাওয়া সেরে নেন রাত ৮টার মধ্যে, ঘুমিয়ে পড়েন ৯টার মধ্যে। ঘুম থেকে উঠেন ভোর ৪টায়। এসব কথা তিনি মাঝে মাঝেই বলে থাকেন বিভিন্ন সাক্ষাৎকারে।

এবার সেই তথ্য টেনে সহ-অভিনেতাকে নিয়ে রসিকতা করলেন বন্ধু অজয় দেবগন। তবে শুধু অক্ষয় নয়; এ সাক্ষাৎকারে রসিকতা করেছেন কারিনা কাপুর, রণবীর সিংকে নিয়েও।

সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেঠির ছবি ‘সিংহাম অ্যাগেইন’। তারকাখচিত এ ছবিতে অজয়ের পাশাপাশি ছিলেন রণবীর সিং, টাইগার শ্রফ ও অক্ষয় কুমারও। এক সাক্ষাৎকারে অজয়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি অক্ষয়ের সম্পর্কে কোনো অজানা তথ্য জানেন কিনা?

অজয় ও অক্ষয় দুজনের অভিনয়জীবনই শুরু হয়েছিল নব্বইয়ের দশকে। তারা দুজনে একসঙ্গে কাজ করেছেন ‘সুহাগ’, ‘খাকি’, ‘হে ব্রো’, ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বাই’ প্রভৃতি ছবিতে। সর্বশেষ রোহিতের ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়।

সাক্ষাৎকারে অক্ষয় সম্পর্কে বলতে গিয়ে অজয় দেবগন বলেন, আমার মনে হয় সবাই সব জানেন। অক্ষয় ভোর ৪টার সময় ঘুম থেকে ওঠে। কিন্তু আপনারা জানেন না ও একসময় দুধওয়ালা ছিল। আপনারা জিজ্ঞাসা করে নেবেন।

ঊষার আলো-এসএ