UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে সামনে এলো শাহরুখের নতুন ছবির নাম

pial
জুন ৩, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : শাহরুখকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল ‘ফ্যান’-এ। মাঝে ৪ টি বছর কেটে গেছে। শাহরুখ খানের নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

তামিল পরিচালক আতলি কুমার পরিচালিত ছবিতে কিং খান অভিনয় করছেন, সে কথা সবারই জানা। ছবির নাম নিয়ে ছিল অনেক জল্পনা। শোনা যাচ্ছিল, ছবির নাম হবে ‘লায়ন।’ তবে নিশ্চিত খবর মেলেনি এতোদিন। মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক থেকে নায়ক সবাই। অবশেষে সব জল্পনার অবসান পেরিয়ে জানা গেল শাহরুখের নতুন ছবির নাম।

সূত্র বলছে, আতলি পরিচালিত এ নতুন ছবির নাম ‘জাওয়ান।’ তার হাত ধরেই বলিউড পেতে চলেছে নতুন জুটি, শাহরুখ খান-নয়নতারা। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হয়েছে পরিচালকেরও। বলিপাড়ার খবর, খুব তাড়াতাড়িই মুক্তি পাবে ছবির প্রথম ট্রেলার। তবে কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি এখনো। বলিউডের কানাঘুষো বলছে, ছবিতে বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে দেখা যাবে নায়ককে।

(ঊষার আলো-এসএইস)