UsharAlo logo
সোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অয়েল ট্যাংকারে বিস্ফোরণ, দুজনের মরদেহ উদ্ধার

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সোমবার বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে নোঙর করা অবস্থায় বাংলার জ্যোতি নামের অয়েল ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর জাহাজটি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ শুরু করে। ইতোমধ্যে জাহাজটি থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের একজনের নাম সৌরভ কুমার সাহা। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন লাগার পর থেকে সংশ্লিষ্টরা বলছিলেন যে এই দুর্ঘটনার পর থেকে তিনজন নিখোঁজ রয়েছে।

সোমবার বেলা ১১টায় এই অগ্নিকাণ্ডের পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্যাংকার জাহাজ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘দুর্ঘটনাকবলিত জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার পর দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরেদহ দুটি কোস্টগার্ড ও নেভির তত্ত্বাবধানে রয়েছে।’

জানা গেছে, বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরনো জাহাজ।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, ডলফিন জেটিতে বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লাগে। আগুনে সৌরভ কুমার সাহা নামে একজন ডেক ক্যাডেট মারা গেছেন। তার বাড়ি ঝিনাইদহে। দুর্ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কপিল উদ্দিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জলযান কাজ করে।

আগুন লাগা জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে তেল সরবরাহ করে। তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে তেল ছিল কিনা বা থাকলেও কী পরিমাণ ছিল তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাতে পারেননি।