UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আদনানের সঙ্গে কক্সবাজারে মেহজাবীন

ঊষার আলো
জুন ২৩, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন বহু দিন ধরে। যদিও প্রণয়ের বিষয়টি দুজনের কেউ এখনও স্বীকার করেননি।হঠাৎ মেহজাবীনকে দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সঙ্গে নির্মাতা আদনান। টিকটক ভিডিওতে দুজন ধরা দিয়েছেন একসঙ্গে।

এ নিয়ে জল্পনা তুঙ্গে। পরে জানা গেল, দুজন ঘুরতে নয়, কাজের উদ্দেশেই সমুদ্রের নীল জলরাশির কাছে ছুটে গেছেন।ঈদুল আজহার নাটক নিয়ে এতোদিন ব্যস্ত সময় পার করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন।

এর ফাঁকে নতুন বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে কক্সবাজার ছুটে গেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন আদনান। এর মডেল হয়েছেন মেহজাবীন। কক্সবাজার সমুদ্র সৈকতে টানা তিনদিন শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।

এ প্রসঙ্গে আদনান আল রাজীব বলেন, গত তিনদিন ধরে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের শুটিং শেষ করলাম। এতে মেহজাবিন কাজ করছে। আরও থাকছেন একজন নতুন মডেল। তিনি জানান, বাংলালিংকের টিভিসিটি শিগগিরই প্রচারে আসবে।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরীকে নিয়ে এর আগে চারটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এবার পঞ্চম বিজ্ঞাপনচিত্র নিয়ে আসছেন এই জুটি। আগেরগুলোর মতো এটিও দর্শক পছন্দ করবে বলে প্রত্যাশা তাদের।

ঊষার আলো-এসএ