ঊষার আলো ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে গত ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল আলোচিত ছবি ‘ছিটমহল’। তবে এবার ছবিটি প্রদর্শিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিফ্ট অব গ্লোবাল নেটওয়ার্ক’ নামের ইংল্যান্ডের একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।
আগামী ২৭ জুলাই থেকে শুরু হওয়া এ ফেস্টিভ্যালে ‘ছিটমহল’ প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক প্রজেকশান নিয়ে চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব।
তিনি জানান, ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হবার জন্য মনোনয়ন পেয়েছে। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ মেইলে আমাদের তা নিশ্চিত করেছে।’
‘ছিটমহল’ ছবির গল্পে ছিটমহলবাসীদের ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার এক কাহিনি তুলে ধরা হয়েছে। ছিটমহল কেন্দ্রিক এ ছবির অন্যতম প্রধান কলাকুশলীরা হলেন পিয়া জান্নাতুল, শিমুল খান, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ ও উজ্জ্বল কবির হিমু প্রমুখ। আর পুরো সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই।
(ঊষার আলো-এফএসপি)