সিলেট টেস্টে বাংলাদেশের একরাশ হতাশার কারণ হয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। গত মাসে টাইগারদের হারের স্বাদ দেওয়া জিম্বাবুয়ের ওই পেসার সুযোগ পেয়েছেন আইপিএলে। তাকে দলে টেনেছে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মুজারাবানি খেলবেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনডিগির বদলে।
এনগিডি ২৬ তারিখে ফিরে যাবেন আফ্রিকায়। তাকে ২৫ তারিখ পর্যন্ত পাবে আরসিবি। তাই তার বদলি হিসেবে মুজারাবানিকে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। জিম্বাবুয়ের তারকা পেসারকে পেতে আরসিবিকে খসাতে হচ্ছে ৭৫ লাখ রুপি।
কোহলিদের দল এক বিবৃতিতে জানিয়েছে, ‘৬ ফুট ৮ ইঞ্চি লম্বা, ২৮ বছর বয়সি জিম্বাবুয়ের স্পিডস্টার—ব্লেসিং মুজারাবানিকে আরসিবির অস্থায়ী বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে। লুঙ্গি এনগিডি ২৬ তারিখে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন!’
এবারই প্রথম আইপিএলে ডাক পেলেন মুজারাবানি। এর আগে অবশ্য পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, আইএল টি-২০, ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টও মাতিয়েছেন। আইপিএল সেটআপের অংশ ছিলেন ২০২২ সালে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে।
পেসার মুজারাবানি জিম্বাবুয়ের হয়ে ১২টি টেস্ট, ৫৫টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তবে এখনই আরসিবি ক্যাম্পে যোগ দিচ্ছেন না মুজারাবানি।
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলে তারপর আসবেন আইপিএলে। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড বনাম জিম্বাবুয়ে চারদিনের টেস্ট ম্যাচ খেলা হবে ২২ থেকে ২৫ মে পর্যন্ত। মুজারাবানি ২৬ মে ভারতে আসবেন। ইতোমধ্যে প্লে-অফের টিকিট নিশ্চিত করা আরসিবি তাদের শেষ লিগ ম্যাচ খেলবে ২৭ মে। প্লে-অফের আগে লক্ষ্ণৗ সুপার জায়ান্টসের বিপক্ষে সেই ম্যাচে মুজারাবানিকে খেলাতে পারে আরসিবি।
ঊষার আলো-এসএ