ঊষার আলো ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত আগেও নির্মাতা মহেশ ভাট ও তার পরিবারকে নিয়ে অতীতে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। তবে এবার আলিয়া ভাটের অভিনয় নিয়ে কটাক্ষ করলেন এ অভিনেত্রী।
কঙ্গনার পরবর্তী সিনেমার নাম হল ‘থালাইভি’। প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে নিয়ে নির্মিত এ সিনেমাটি। কিছুদিন আগেই করোনা মহামারির দরুণ সিনেমার মুক্তি পিছিয়ে দেন নির্মাতারা। তবে সম্প্রতি গুঞ্জন ওঠে যে, সিনেমাটি ছোট পর্দায় মুক্তি পাবে।
তবে গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন কঙ্গনা। পাশপাশি আরিয়ার ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার ট্রেইলারে তার অভিনয়ের কটাক্ষ করে কঙ্গনা লিখেছেন, ‘যেই সিনেমার ট্রেইলার বাজে অভিনয়ের জন্য সমালোচিত হয়েছে ও ছোট বাচ্চাকে গ্যাংস্টারের ভূমিকায় নেওয়া নিয়ে আলোচিত হয়েছে। এখন সে সিনেমা মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। কারণ নির্মাতারাও বুঝে গিয়েছেন এ সিনেমা নির্মাণই ভুল হয়েছে।’
আলিয়া বর্তমানে মালদ্বীপে তার প্রেমিক রণবীর কাপুরের সাথে ছুটি কাটাচ্ছেন। তিনি কঙ্গনার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো কোনো ধরণের মন্তব্য করেননি।
(ঊষার আলো-এফএসপি)