ঊষার আলো রিপোর্ট : সভারের আশুলিয়ায় চলন্ত বাসে ১ তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জিয়াউল হক। এ ঘটনায় ওই বাসটিকে জব্দ করা হয়েছে। আজ ২৯ মে শনিবার এ ঘটনা ঘটেছে।
জানা যায়, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনি বাসে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ওই তরুণী। পথে মধ্যে ফাঁকা রাস্তায় তাকে জোরপূর্বক গণধর্ষণ করে ওই ৬ ব্যক্তি। পরে মিনি বাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময়ে পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ সদস্যরা ৬ ব্যক্তিকে তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক করে। এসময়ে বাসটিও জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর হয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)