UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ইউনিয়নের শত শত নারী-পুরুষ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর মাধ্যমে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রের অংশহিসেবে এলাকার স্বার্থনেশী একটি মহল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের কুৎস্যা ও অপপ্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে এলাকাবাসী চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার পূর্বক স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, বিজন হালদার, কুমারেশ মন্ডল, বিনেতা বিশ্বাস ও রিনা পারভিন, সাবেক ইউপি সদস্য সুষমা রায় ও মতলেব সানা, আওয়ামী লীগ নেতা অমলেন্দু তরফদার, দিনেশ তরফদার, অনিল সরকার, দীলিপ রায়, দিনেশ মন্ডল, মদন মোহন মন্ডল, রাধিকা গোলদার, মহিলা নেত্রী শিউলী রায়, গীতা মন্ডল, রত্না স্বর্ণকার, আয়শা, সাজুতা বেগম, আন্না বেগম, রেবেকা খাতুন, যুবনেতা গৌতম রায়, মৃগাঙ্গ বিশ্বাস, হিরামন মন্ডল, স্বেচ্ছাসেবকলীগের বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়. নুর ইসলাম গাইন, বিপুল বিশ্বাস, অরন্য ঢালী, দীপংকর মল্লিক, সুজন রায়, জয় খান. তাপস, বিচিত্র ও বিশ্বজিত।
উল্লেখ্য, নিজের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ২০ জুন লতার ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করা হয়।