UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে দেখা মিলবে নাটক ‘এক টিকিটে দুই ছবি’

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিয়ের আসর থেকে বিথীকে উঠিয়ে নিয়ে যায় রকি। এ ঘটনায় বিথী খুশি হয়। কারণ পাত্র তার পছন্দ ছিল না। এলাকার বড় ভাই সেলিম, তার প্রেমিকাকে তুলে আনতে রকিকে পাঠায়। রকি ভুল করে নিয়ে আসে বিথীকে। একই সময় সেলিমের প্রেমিকাও বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশের কাছে অভিযোগ করার কারণে পালিয়ে বেড়াতে থাকে সেলিম। বিথী বুঝতে পারে ভুল মানুষ তাকে তুলে নিয়ে আসছে। পুলিশও যে তাদের ধরতে মরিয়া হয়ে আছে, তা বুঝতেও বাকি নেই। বিথী আর রকি পালাতে থাকে। সর্বশেষ সেলিম, রকি, বিথীকে ধরে ফেলে পুলিশ। সেলিমকে দেখে রকি বলে, ‘আপনার জিনিস নেন।’ শুধু আপনার জন্য আমার হাতে হাতকড়া। আমার টাকা-পয়সা কিছু লাগবে না। সেলিম পুলিশকে বলে, ‘বিথীকে আমি চিনি।’ অন্যদিকে বিথী হঠাৎ বলে উঠে, ‘আমি রকিকে বিয়ে করতে চাই।’ তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘এক টিকিটে দুই ছবি’। জুয়েল এলিন রচিত এ নাটক পরিচালনা করেছেন ফজলুল সেলিম। রকি ও বীথি চরিত্রে দেখা যাবে নিলয় আলমগীর ও সারিকাকে। ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৬টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে এ নাটক।

(ঊষার আলো-আরএম)