UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বাংলাদেশ নিয়ে বিতর্কিত টুইট কঙ্গনার

usharalodesk
মে ৩, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নির্বাচনে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে নন্দীগ্রামে। সেখানে হেরেছেন মমতা, কিন্তু তার দল তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বারের মত ক্ষমতায় এলো। যখন ভোটের লড়াই চলছিল ঠিক তখন বিতর্কিত মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাউত। টুইটারে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করেন তিনি। শুধু তাই নয় বাংলাকে কাশ্মীরের সাথে তুলনা করেন তিনি।

গতকাল যখন বাংলার রাস্তায় রাস্তায় তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়, কঙ্গনা তখন টুইটারে লেখেন, বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি, যে ট্রেন্ড দেখছি তাতে মনে হয় বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই ও তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব এবং বঞ্চিত। ভাল আরেকটা নতুন কাশ্মীর তৈরি হচ্ছে। এই লেখার পরই ‘ইলেকশন-২০২১’ হ্যাশট্যাগ দেন কঙ্গনা।

(ঊষার আলো-এফএসপি)